প্রকাশ: ২ এপ্রিল ২০২১, ১৮:৫৮
পূর্ব শত্রুতার জের ধরে মাদারীপুরের কালকিনিতে মোঃ চুন্নু সরদার-(৪৮) নামের এক সৌদি প্রবাসীর পরিবারের উপর হামলা, বসতবাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এসময় প্রতিপক্ষের হামলায় প্রবাসীসহ তার পরিবারের কমপক্ষে ৪জন সদস্য আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে এ হামলার ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভূক্তভোগী পরিবার। আজ শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে প্রবাসীর পরিবার।
এলাকা, ভুক্তভোগী পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার সিডিখান এলাকার নতুন চরদৌলতখাঁন গ্রামের আব্দুল আজিজ সরদারের ছেলে সৌদি প্রবাসী মোঃ চুন্নু সরদারের সঙ্গে একই বাড়ির মিন্টু সরদারের গাছ কাটা নিয়ে বিরোধ চলে আসছে।
এর জের ধরে গত বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিন্টু সরদারের নেতৃত্বে স্বজল, সাবিনা, রাসেল ও হেলেনাসহ বেশ কয়েকজন মিলে দফায়-দফায় প্রবাসী চুন্নু সরদারের ও তার পরিবারের উপর হামলা চালায়। এবং এসময় প্রবাসী চুন্নু সরদারের বসতঘর ভাংচুর, নগদ টাকা (সৌদি রিয়াল) ও স্বর্ণসহ প্রায় লক্ষাধীক টাকার মালামাল লুট করে নিয়ে যায় হামলাকারীরা।
এসময় এগিয়ে আসলে প্রবাসী চুন্নুসরদার, তার ছেলে সাহিদ সরদার, মেয়ে সারমিন ও স্ত্রীসহ চার জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে এ হামলার ঘটনায় কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে প্রবাসী চুন্নু সরদার। অভিযোগ পেয়ে থানার এএসআই মাসুদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রবাসী চুন্নু সরদার বলেন, আমার ও আমার পরিবারের উপর হামলা চালিয়ে ৪জনকে আহত করেছে। এবং আমার বসতঘর ভাংচুর করে আমার ২৫শত রিয়াল, স্বর্ণ লুটপাট করে নিয়ে যায় হামলাকারি মিন্টু সরদার , স্বজল, সাবিনা, রাসেল ও হেলেনাসহ বেশ কয়েকজন। অভিযুক্ত সাবিনা বেগম বলেন, আমার ছেলে স্বজল প্রবাসী চুন্নুর ছেলেকে একটি ঘুষি দিয়েছে।এ ব্যাপারে কালকিনি থানার এএসআই মাসুদ বলেন, হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।