প্রকাশ: ১ এপ্রিল ২০২১, ২১:৫৬
কোনো ট্যাগ পাওয়া যায়নি
নওগাঁর রাণীনগরে মাত্র ১৫ দিনের ব্যবধানে একই স্থান থেকে আবারো একটি বিষ্ণমূর্তি উদ্ধার করেছে থানাপুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার করজগ্রাম এলাকা থেকে এই মূর্তি উদ্ধার করা হয়। এর আগে গত ১৬ মার্চ ওই পুকুর থেকে ৩৮ কেজি ওজনের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মো: শাহিন আকন্দ বলেন, উপজেলার করজগ্রাম কাউয়া ঠেঙ্গা পাড়া এলাকায় স্কেবেটার মেশিন দিয়ে গত প্রায় ১মাস যাবৎ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ থেকে খাস পুকুর পূন: খনন সংস্কারের কাজ চলছে। বৃহস্পতিবার বিকেলে ১৯ ইি দৈর্ঘ্য ও ৯ইি প্রস্ত ১৪ কেজি ওজনের একটি বিষ্ণমূতি বের হয়ে আসে। এসময় স্ক্যাবিটর ( ভেকু মেশিন ) চালক আলম হোসেন মূর্তিটি দেখতে পায়।
এর পর থানা পুলিশকে খবর দিলে বিকেলে ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে নিয়ে আসে। তিনি আরো বলেন, গত ১৬ মার্চ সন্ধ্যায় একই পুকুর থেকে খননের সময় ৩৬ ইি দৈর্ঘ ও সাড়ে ১৫ ইি প্রস্ত ৩৮ কেজি ওজনের বিষ্ণমূতি উদ্ধার করা হয়।
এর পর বিজ্ঞ আদালতের নির্দেশে নওগাঁ জেলা পুলিশ সুপারের মাধ্যমে গত ২৭ মার্চ মূর্তিটি নওগাঁর পাহারপুড় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে উদ্ধার মূর্তিটিও একই প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তর করা হবে। বর্তমানে উদ্ধারকৃত বিষ্ণমূতিটি পুলিশ এর হেফাজতে রয়েছে।