প্রকাশ: ১ এপ্রিল ২০২১, ২১:২০
কোনো ট্যাগ পাওয়া যায়নি
নাটোরের লালপুরে করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতিতে জনগনের সচেতনতা বৃদ্ধিতে জনসচেতনতামূলক প্রচারাভিযান ও মাস্ক বিতরণ করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।
বৃহস্পতিবার (০১ এপ্রিল) সকালে লালপুর উপজেলার লালপুর বাজারসহ বিভিন্ন স্থানে জনসচেতনতা বৃদ্ধিতে সচেতনতামূলক এই প্রচারাভিযান ও মাস্ক বিতরণ করেন উপজেলা সহকারী কশিনার (ভূমি) শাম্মী আক্তার, লালপুর থানার ওসি ফজলু রহমান।
এসময় লালপুরে করোনা সংক্রমণ রোধে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার সবাইকে স্বাস্থ্য বিধি অনুসরণ করে মাস্ক ছাড়া বাইরে বের না হওয়ার জন্য অনুরোধ জানান। করোনার সংক্রমনের হার কমিয়ে আনতে সকলের সহযোগিতা প্রয়োজন বলেও জানান তিনি।
পরে শতভাগ মাস্ক পরা নিশ্চত করতে বিভিন্ন যানবাহন এবং নিম্নআয়ের মানুষদের মধ্যে মাস্ক বিতরণ করেন তিনি।