কোনো ট্যাগ পাওয়া যায়নি
মাদারীপুরে তেলবাহী লরীর সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ঢাকা-বরিশাল মহা-সড়কের কালকিনি উপজেলার ডাসার থানাধীন পান্থাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুরের মিন্টু কাজীর ছেলে আরাফাত কাজী (২৪) ও বরিশালের গৌরনদী উপজেলার টরকী এলাকার আলাউদ্দিন ফকিরের ছেলে তুহিন ফকির (২৩)। নিহতরা দুইজনে সম্পর্কে বিয়াই।
হাইওয়ে পুলিশ ও ডাসার থানা পুলিশ জানায়, দুপুরে বরিশাল থেকে তেলবোঝাই করে একটি লরী মাদারীপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। লরীটি ডাসার থানাধীন পান্থাপাড়া এলাকায় আসলে বিপরীত দিকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তুহিন নামের একজন মারা যায়।
আহত অপরজন আরাফাতকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার প্রতিবাদে নিহতের স্বজনরা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে যান চলাচল বন্ধ হলে তাৎক্ষনিক ডাসার থানা পুলিশ যান চলাচল চালু করেন।
এ ব্যাপারে ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান বলেন,আমরা খবর পেয়ে তাৎক্ষনিক দূর্ঘটনা স্থানে গিয়ে মহা-সড়কের যান চলাচল স্বাভাবিক করি এবং লাশ মাদারীপুর মর্গে প্রেরন করি।