একজন মানবিক ডাক্তারের বিদায়

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১ এপ্রিল ২০২১, ১২:৩৫

শেয়ার করুনঃ
একজন মানবিক ডাক্তারের বিদায়

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক গরিবের ডাক্তার ছিলেন ডা. আনাস ইবনে মালেক। তার কাছে রোগীই ছিলো সব। নিজে করোনাভাইরাসের আক্রান্তের ঝুঁকি নিয়ে সবসময়ই তিনি রোগীর সেবায় ব্যস্ত ছিলেন। সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা'র (আরএমও) দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সরাইল হাসপাতালের ওয়ার্ড, উপজেলা সদরের প্রাতঃবাজার এলাকায় চেম্বার, হাসপাতাল কমপ্লেক্সে কোয়ার্টারে রোগী দেখা- সবখানেই ব্যস্ত ছিলেন তিনি। মহামারি করোনা পরিস্থিতি সময়েও তিনি অবিরাম সেবা দিয়ে গেছেন রোগীদের। 

ডা. আনাস ইবনে মালেক টানা প্রায় আট বছর যাবত সরাইল উপজেলার নানা পেশার মানুষের চিকিৎসা সেবা চালিয়ে গেছেন। বদলি জনিত কারণে তিনি সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চলে যাচ্ছেন। আগামীকাল বৃহস্পতিবার তিনি এই কর্মস্থল ত্যাগ করবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। 

এদিকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আনাস ইবনে মালেক'কে বিদায় সংবর্ধনা দিয়ে তার প্রতি নিজেদের ভালোবাসা প্রকাশ করেছে সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি।বুধবার (৩১ মার্চ) রাত ৮টার দিকে সরাইল সদরে রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল হক মৃদুল। 

রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল হুদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাসলিম উদ্দিনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরাইল স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা ডা. নোমান মিয়া, সরাইল সার্কেল-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিছুর রহমান ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সুমন মিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম সুমন। 

https://enews71.com/storage/ads/01JQ184AJV9F0T856X9BBSG85X.gif

উল্লেখ্য, সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত অবস্থায় চিকিৎসাসেবা প্রদানের মাধ্যমে আনাস ইবনে মালেক হয়ে ওঠেন গরিবের ডাক্তার। সরকারি হাসপাতালের ডিউটির পরও রাত-বিরাতে রোগীর স্বজনদের ডাকে তিনি ছুটে যেতেন হাসপাতালে। বেসরকারি ক্লিনিকে গরিব-অসহায় রোগীদের বিনা পয়সায় দেখেছেন তিনি।

বিদায় সংবর্ধনার মাধ্যমে মানুষের এই ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে ডা. আনাস ইবনে মালেক বলেন, এই সংবর্ধনা আর ভালোবাসা আমার ডাক্তারি জীবনের সর্বোচ্চ অর্জন। এটি আমার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। সরাইল রিপোর্টার্স ইউনিটির সবার কাছে আমি চিরকৃতজ্ঞত। আর সরাইলকে আমি আমার নিজের বাসভূমি মনে করি, এখানকার মানুষের সাথে আমার যে আত্মার সম্পর্ক রয়েছে সেটি কখনও ছিন্ন হবে না।

অনুষ্ঠানে রিপোর্টার্স ইউনিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন সরাইল থেকে প্রকাশিত অনলাইন গণমাধ্যম 'পুবের আলো'র স্টাফ রিপোর্টার আতিকুল ইসলাম ইফরান। পরে আলোচনা শেষে ডা. আনাস ইবনে মালেক'কে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

হিলি স্থলবন্দরের ফোরলেন সড়ক নির্মাণে চার বছরের স্থবিরতা, বাড়ছে জনদুর্ভোগ

হিলি স্থলবন্দরের ফোরলেন সড়ক নির্মাণে চার বছরের স্থবিরতা, বাড়ছে জনদুর্ভোগ

দিনাজপুরের হিলি স্থলবন্দর সংলগ্ন ফোরলেন সড়ক নির্মাণকাজ চার বছর ধরে বন্ধ রয়েছে। জমি অধিগ্রহণের জটিলতার কারণে প্রায় ৩৩ কোটি টাকার সোয়া দুই কিলোমিটার সড়কের কাজ ২০২২ সালে শুরু হলেও এখনও শেষ হয়নি। এতে বন্দর এলাকার মানুষ, ব্যবসায়ী, ট্রাকচালক ও শ্রমিকরা প্রতিদিন দুর্ভোগে পড়ছেন। স্থানীয়রা জানান, কাজ বন্ধ থাকায় সড়কের বেহাল দশা দেখা দিয়েছে। বর্ষায় কাদা আর শুকনো মৌসুমে ধুলায় চলাচল দুঃসহ

চা শ্রমিকদের ভাতা আত্মসাত, ইউপি সদস্য অভিযুক্ত

চা শ্রমিকদের ভাতা আত্মসাত, ইউপি সদস্য অভিযুক্ত

মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য চন্দন কুর্মী ও বাগান পঞ্চায়েত সভাপতি আগনু দাসের বিরুদ্ধে সরকারি ভাতা আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) তদন্ত কমিটির প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। জানা গেছে, সমাজসেবা অধিদপ্তর বাস্তবায়িত “চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন প্রকল্পের” আওতায় প্রতিটি শ্রমিককে এককালীন ৬ হাজার টাকা ভাতা প্রদান করা হয়। বরমচাল চা বাগানের ২৪৯ জন হতদরিদ্র শ্রমিকের

গোয়ালন্দে নতুন পাড়া সামাজিক যুব সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ

গোয়ালন্দে নতুন পাড়া সামাজিক যুব সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ

গোয়ালন্দকে সবুজায়ন করতে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে উপজেলার উজানচর নতুন পাড়া সামাজিক যুব সংগঠন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।  শুক্রবার (২৯ আগস্ট) বেলা ১২ টায় উপজেলার উজানচর ৪ নং ওয়ার্ড নতুন পাড়া এলাকায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান। বৃক্ষরোপণ কর্মসূচীতে এসময় আরো উপস্থিত ছিলেন গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা মোঃ সাজ্জাদ

খেলাধুলা ছাত্র-যুবসমাজকে সুস্থ রাখে: ইউএনও সরাইল

খেলাধুলা ছাত্র-যুবসমাজকে সুস্থ রাখে: ইউএনও সরাইল

সরাইল উপজেলা মিনি স্টেডিয়াম কুট্রাপাড়া মাঠ প্রাঙ্গণে বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকালে অনুষ্ঠিত সরাইল সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে অপরিহার্য। তিনি বলেন, “যেমন পড়াশোনা মেধা বিকাশে সহায়তা করে, তেমনি খেলাধুলা শরীরকে সুস্থ ও সবল রাখে। ছাত্র ও যুবসমাজকে মাদকমুক্ত এবং মানবিক সমাজ গঠনের

যুবলীগ নেতার সকালে ফ্লাইট দুপুরে মৃত্যু

যুবলীগ নেতার সকালে ফ্লাইট দুপুরে মৃত্যু

সবাইকে ছেড়ে প্রবাসে পাড়ি জমানোর কথা থাকলেও, না–ফেরার দেশে পাড়ি জমালেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক আজমত। তার মৃত্যুতে পরিবারসহ এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পারিবারিক সূত্রে জানা গেছে, আওয়ামী সরকার পতনের পর দীর্ঘ সময় আত্মগোপনে থেকে প্রায় ৮ লক্ষাধিক টাকা খরচ করে শ্রমিক ভিসায় কুয়েতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। আজ শুক্রবার (২৯ আগস্ট) সকালে তার ফ্লাইটের কথা