প্রকাশ: ৩১ মার্চ ২০২১, ২০:৩৮
কোনো ট্যাগ পাওয়া যায়নি
মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী এস এম হানিফ ৯ হাজার ১৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্ধীতা স্বতন্ত্র প্রার্থী মো. মসিউর রহমান সবুজ পেয়েছেন ৬ হাজার ৬৯৭ ভোট।
বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীননভাবে ৯টি ওয়ার্ডের ১৮টি কেন্দ্রে ৯৯টি ইভিএমের মাধ্যমে এ ভোটগ্রহন চলে বিকেল ৪টা পর্যন্ত। জেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান রাত ৮টার দিকে এ ফলাফল ঘোষনা করেন।
পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার ৩০৭ জন। এর মধ্যে পুরুষ ১৬হাজার ৮৬৬ জন আর নারী ভোটার ১৬ হাজার ৪৪১ জন। নির্বাচনে মেয়র পদে ৬ জন, সাধারন কাউন্সেলর পদে ৩০ জন ও সংরক্ষিত নারী কাউন্সেলর পদে ১১ জন প্রতিদ্ব›িদ্বতা করছেন।
এর মধ্যে আওয়ামী লীগ, বিএনপির, ইসলামী ঐক্যজোট প্রার্থীর বাইরে আওয়ামী লীগের বিদ্রোহী একজন ও দুইজন স্বতস্ত্র প্রার্থী রয়েছেন। এদিকে বিজয়ের খবরে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে বিজয় মিছিল বের করে মেয়র প্রার্থীর কর্মী-সমর্থকরা।