প্রকাশ: ২৮ মার্চ ২০২১, ১৮:৫
পিরোজপুরের মঠবাড়িয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনী সহিংসতায় নৌকার দুই সমর্থক গুলিবিদ্ধ হন। আহত হন আরও দুজন। সংঘর্ষের সময় বিদ্রোহী প্রার্থীর ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।
শনিবার (২৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে মিরুখালী নাগ্রাভাঙা স্কুলসংলগ্ন সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আওয়ামী লীগকর্মী আলমগীর পঞ্চায়েত ও জাকির হোসেনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসীরা জানান, শনিবার বিকেলে নৌকা সমর্থকের নির্বাচনী কর্মিসভা চলাকালীন মিরুখালী বাজারে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর জের ধরে রাত সাড়ে ৯টার টার দিকে নাগ্রাভাঙা স্কুল সড়কে দুই পক্ষের সমর্থকরা
সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় হামলায় নৌকা সমর্থক দুজন গুলিবিদ্ধ হন। পরে নৌকার সমর্থকরা ক্ষিপ্ত হয়ে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর আটটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। শেষে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
এ বিষয় আওয়ামী লীগ সমর্থিত (নৌকা প্রতীক) সোবাহান শরীফ বলেন, কর্মী বৈঠক চলাকালীন বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে আমাদের দুজন সমর্থক
গুলিবিদ্ধ হয়। পরে তারা নিজেরা নিজেদের মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে আমাদের প্রতি দোষ চাপানোর চাপানোর চেষ্টা করছে।
স্বতন্ত্র প্রার্থী (আনারস প্রতীক) উপজেলা যুবলীগের সভাপতি মো. আবু হানিফ বলেন, নোকা প্রার্থীর সমর্থকরা আমাদের কর্মীর ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে। কোনো গুলির ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন তিনি।
মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান মিলু জানান, দুই পক্ষ থেকে পাল্টাপাল্টি অভিযোগপত্র দিয়েছে।
তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।