প্রকাশ: ২৮ মার্চ ২০২১, ১০:৫০
কোনো ট্যাগ পাওয়া যায়নি
রাজধানীর মোহাম্মদপুরে কড়া হরতাল পালিত হচ্ছে। মোহাম্মদপুরের আল্লাহ করিম বাসস্ট্যান্ডে সড়কে বসে পড়েছেন মাদ্রাসার শিক্ষার্থীরা। ফিরিয়ে দেওয়া হচ্ছে সব যানবাহন। চলতে দেওয়া হচ্ছে না রিকশাও।
আসাদগেট থেকে মোহাম্মদপুরের তিনরাস্তা মোড় পর্যন্ত রাস্তা যানশূন্য হয়ে যায়। অফিসগামী মানুষকে হেঁটেই চলতে দেখা যায়। ব্যাপক ভোগান্তিতে পড়েন বয়স্ক ও নারীরা।
মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়ার প্রবেশপথ ময়ূরভিলা পয়েন্টে ও টাউনহল মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।
রোববার সকাল ৭টার দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে অবস্থান নেন কয়েকশ মাদ্রাসা শিক্ষার্থী। সড়ক অবরোধ করে স্লোগান দেন নেতাকর্মীরা। অনেকেই হাতে নিয়েছেন কাঠের লাঠি ও বাঁশ। রাস্তায় বাস চলতে দেখা না গেলেও, কিছু কিছু রিকশা ও মোটরসাইকেল বিভিন্ন দিক থেকে আসছিল। মাদ্রাসা শিক্ষার্থীরা সেগুলো ফিরিয়ে দিচ্ছেন।
মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হকসহ স্থানীয় আলেম উলামা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে নিহতের প্রতিবাদে রোববার দেশজুড়ে হরতাল করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। গত শুক্রবার ঢাকায় বায়তুল মোকাররম মসজিদে ও যাত্রাবাড়ীতে বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় পুলিশ ও সরকারি দলের লোকজন।
এ ছাড়া সেদিন চট্টগ্রামের হাটহাজারীতে চারজন ও ব্রাহ্মণবাড়িয়ায় একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এ ঘটনার প্রতিবাদে রোববার সারা দেশে হরতাল কর্মসূচি ঘোষণা করে হেফাজত।