প্রকাশ: ২৭ মার্চ ২০২১, ১৯:৩
কোনো ট্যাগ পাওয়া যায়নি
নওগাঁর ধামইরহাটে ৩ যুগের পুরোনো ব্যবসায়ীদের সংগঠন ধামইরহাট বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২৭ মার্চ বিকেল ৫ টায় ধামইরহাট বাজার বণিক সমিতির কার্যালয়ে গত ১৯ মার্চ সমিতির সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক ৪টি পয়েন্ট এলাকার নির্বাহী সদস্যদের উপস্থিতিতে এ নির্বাচন সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত সকল সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মোফাজ্জল হোসেন ও বণিক সমিতির সাবেক সভাপতি ময়েন উদ্দিনকে কমিটি নির্বাচনের দায়িত্ব দেয়া হলে তারা বর্তমান সভাপতি আব্দুল মুকিত কল্লোলকে সভাপতি ও সম্পাদক আলহাজ্ব সাইফুল ইসলামকে পুনরায় সম্পাদক ঘোষনা দেন।
এতে ধামইরহাট বাজার বণিক সমিতির সদস্য সামসুজ্জোহা হাকিম, সামু প্রসাদ সাহা, আবুল বয়ান মো. আব্দুজ জাহের, বাবলুর রহমান, আব্দুর রউফ, জাহাঙ্গীর আলম বাবু, ব্যবসায়ী মমিনুল ইসলাম সজল, সাকাওয়াত হোসেন, নজরুল ইসলাম, রুহুল কুদ্দুস বিদ্যুৎ, রুহুল আমিন, আব্দুল হাই দুলাল, আলামিন, স্বপন কায়ছার, সাইফুল ইসলাম, এহসান, ফারুক হোসেন, আবু সাইদ পলাশ, উপজেলা প্রেস ক্লাব সভাপতি ব্যবসায়ী সাংবাদিক আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।
অচিরেই পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে নব-নির্বাচিত সভাপতি আব্দুল মুকিত কল্লোল জানান।