প্রকাশ: ২৭ মার্চ ২০২১, ১৬:২৭
শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদ কে কেন্দ্র করে ঢাকা বায়তুল মোকাররম , হাটহাজারী, যাত্রাবাড়ী, বি-বাড়িয়া সহ দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনরত জনতার উপর গুলি বর্ষন করে মাদরাসার ছাত্র সহ আনুমানিক ছয়জন নিহতের ঘটনায় প্রতিবাদ সভা করেছে নওগাঁ জেলা ক্বওমী উলামা পরিষদ। শনিবার সকাল ৯টায় শহরের দপ্তরী পাড়া মাদরাসার হল রুমে নওগাঁ জেলা ক্বওমী উলামা পরিষদের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
নওগাঁ জেলা ক্বওমী উলামা পরিষদের সভাপতি মাওলানা হাফিজুর রহমান এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টামন্ডলীর অন্যতম সদস্য মাওলানা মাহমুদুল হক (শাহ), পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মাহাবুবুর রহমান, যুগ্ন সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান সিরাজী।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, শুক্রবার ( ২৬মার্চ ) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদ কে কেন্দ্র করে ঢাকা বায়তুল মোকাররম, হাটহাজারী, যাত্রাবাড়ী, বি-বাড়িয়া সহ দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনরত জনতার উপর গুলি বর্ষন করে মাদরাসার ছাত্র সহ আনুমানিক ছয়জন শহীদ হয়েছেন।
এসময় গুলি ও টিয়ারস্যাল নিক্ষেপ করে প্রায় চারশত প্রতিবাদী তৌহিদি জনতাকে রক্তাক্ত করা হয়েছে। এর প্রেক্ষিতে সারাদেশে বিভিন্ন কর্মসূচির আলোকে আজ ( শনিবার ) পরিষদের সিদ্ধন্ত গৃহিত হয় যে, সারা দেশে মোদি বিরোধী আন্দোলনরত প্রতিবাদী তৌহিদি জনতার শাহাদত বরণকৃত শহীদদের আতœার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় নওগাঁ জেলার সর্বস্তরের মাদরাসা ও মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হবে।
বক্তরা আরো বলেন, নওগাঁ জেলা ক্বওমী উলামা পরিষদের পক্ষ থেকে উক্ত বরবরচিত ঘৃণ্য হামলার তীব্র নিন্দবাদ জানানো হচ্ছে। সেই সাথে সারা বাংলাদেশের তৌহিদি জনতার পতিনিধিত্বকারী মুরব্বিয়ান উলামায়ে কেরামের পক্ষ থেকে যে সমস্ত কর্মসূচি ঘোষণা করা হয় তার সাথে নওগাঁ জেলা ক্বওমী উলামা পরিষদ একাত্বতা ঘোষণা করছে এবং করবে। এসময় আরো অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা রেদওয়ানুল্লাহ, মুফতি রুহুল আমিন, মাওলানা আব্দুল মান্নান, মুফতি সাঈদ সহ প্রমুখ।