প্রকাশ: ২৭ মার্চ ২০২১, ১৫:৪২
'বাংলাদেশের এক অনন্য অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ' এর লক্ষে দিনাজপুরের হাকিমপুররে, হিলিতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০ টায় বাংলাহিলি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে একটি র্যালী বের হয়।
পরে র্যালীটি হিলি স্থলবন্দরের বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে উদ্বোধন স্হানে শেষ হয়। এসময় উপজেলা প্রশাসনের আয়োজনে দুইদিন ব্যাপি সরকারের উন্নয়ন মেলার ফিতা কেটে উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন।
পরবর্তীতে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন।এছাড়াও বক্তব্য রাখেন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত,উপজেলা কৃষি অফিসার ড. মমতাজ সুলতানা, স্হানীয় প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন,
উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহারব হোসেন প্রতাব মল্লিক, হাকিমপুর থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ সহ অনেকেই।আলোচনা সভা শেষে অতিথি বৃন্দ উপজেলা পরিষদ চত্বরে দুইদিন ব্যাপি উন্নয়ন মেলায় প্রদর্শিত সরকারের বিভিন্ন দপ্তরের ৩৯টি ষ্টল প্রদর্শন করেন।