প্রকাশ: ২৬ মার্চ ২০২১, ১৭:৯
বরিশালে ৮৬ মণ জাটকাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৬ মার্চ) ভোরে সদর নৌ থানা পুলিশের সদস্যরা নগরীর রুপাতলী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর (দপদপিয়া) টোল প্লাজায় চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করে।
নৌ থানা পুলিশের এসআই আলোক চৌধুরী জানান, নিষেধাজ্ঞা অমান্য করে বরগুনার আমতলী থেকে ট্রাকে করে রাজধানী ঢাকায় জাটকা পরিবহন করা হচ্ছে। এমন সংবাদ পেয়ে শুক্রবার ভোরে বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর (দপদপিয়া) টোল প্লাজায় চেকপোস্ট বসানো হয়।
এ সময় একটি ট্রাকে অভিযান চালিয়ে ৮৬ মণ জাটকা ইলিশ উদ্ধার করা হয়। এছাড়া ট্রাকচালক মো. মিলন ও হেলপার মো. আরিফকে গ্রেফতার করা হয়।
পরে বেলা ১১টায় মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে উদ্ধার জাটকা ইলিশ বিভিন্ন মাদরাসা, এতিমখানা এবং গরীব মানুষদের মাঝে বিতরণ করা হয় বলেও জানান তিনি।