প্রকাশ: ২৬ মার্চ ২০২১, ১৪:৫৯
রাজশাহীর কাটাখালীতে বাস-মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। শুক্রবার বেলা পৌনে দুইটার দিকে দুর্ঘটনা ঘটে।মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার গোলাম রুহুল কুদ্দুস এ খবর নিশ্চিত করেছেন।
জানা গেছে, বেলা পৌনে দুইটার দিকে কাটাখালী এলাকায় হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে একটি মাইক্রোবাস ও একটি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১১ জন নিহত হয়। আহত হয় কয়েকজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হচ্ছে।