প্রকাশ: ২৬ মার্চ ২০২১, ১২:২৪
মুক্তিযুদ্ধকালীন নির্মম নির্যাতনের সাক্ষী বরিশালের ওয়াপদা কালোনীর টর্সার সেল ‘জয়বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মুখরিত হয়ে উঠলো। বৃহস্পতিবার (২৫ মার্চ) দিবাগত রাত ১১ টা ১০ মিনিটে হাজারো মোমবাতি প্রজ্জলনের মধ্য দিয়ে ১৯৭১ এর ২৫ মার্চের কালরাত্রির গণহত্যায় শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। যে কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
এই কলোনীতে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাক হানাদার বাহিনী তাদের ঘাটি বানায় এবং সেখানে তৎকালীন সময়ে থাকা ভবনগুলো বাঙালিদের টর্সার সেল হিসেবে ব্যবহার করে। দীর্ঘদিন ধরে অজতœ অবহেলায় পড়েছিলো মুক্তিযুদ্ধকালীন নির্মম নির্যাতনের সাক্ষী হয়ে থাকা ওয়াপদা কলোনীর টর্সারসেলগুলো।
পরে মুক্তিযোদ্ধাদের দাবির প্রেক্ষিতে এটিকে সংরক্ষনের উদ্যোগ নিয়ে বাস্তবায়ন করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ওয়াপদা কালোনীর টর্সার সেলে বরিশাল সিটি করপোরেশনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় হাজারো কন্ঠে জয়বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা ওয়াপদা কলোনী ও টর্সার সেল এলাকা। পরে বাউল শিল্পীরা সেখানে আয়োজিত সাংষ্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন।
এদিকে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে নগীরর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে গণহত্যা দিবস ২০২১ উপলক্ষ্যে অলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।