কোনো ট্যাগ পাওয়া যায়নি
নওগাঁর পোরশায় মোঃ রুবেল (২৫) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কালাইবাড়ি বাজারে ঘুরাফেরা করার সময় তাকে আটক করে। রুবেল কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের মৃত আব্দুর রহমানের ছেলে। তার দেশের বাড়ি মায়ানমার রাখাইন মন্ডুতে।
রোহিঙ্গা যুবক রুবেল জানায়, গত কয়েকদিন আগে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়েছে। এরপর চট্টগ্রাম থেকে ট্রেনযোগে চাঁপাইনবাবগঞ্জ জেলার রোহনপুরে নামে। সেখান থেকে একটি ট্রাকে উঠে বৃহস্পতিবার দুপুরের দিকে পোরশায় চলে আসে। এরপর বাজারের ঘুরাঘুরি করছিল।
স্থানীয় বাক্কার ও কামাল হোসেন বলেন, কালাইবাড়ি বাজারে দুপুরের দিকে চা খাচ্ছিলাম একটি দোকানে এসময় ওই রোহিঙ্গা যুবক বাজারে ঘুরাফেরা করছিল। প্রথমে মনে হয়েছিল সে আমাদের দেশেরই কেউ হবে।
কিন্তু যখন দীর্ঘ সময় যাবৎ বাজারের চারদিকে ঘুরছিল তখন সন্দেহ হয়। এর পর আমরা কয়েকজন তার কাছে গিয়ে কথা বলে জানতে পারি সে রোহিঙ্গা। এর পর তাকে বসিয়ে রেখে থানায় খবর দিলে পুলিশ এসে নিয়ে যায়।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম খাঁন বলেন, বৃহস্পতিবার দুপুরে রুবেলকে উপজেলার কালাইবাড়ি বাজারে ঘুরাফেরা করতে দেখে স্থানীয়রা তাকে আটক করে। পরে সংবাদ পেয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে স্যাররা যেভাবে নির্দেশনা দিবে ঠিক ভাবেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।