প্রকাশ: ২৫ মার্চ ২০২১, ২২:৮
কোনো ট্যাগ পাওয়া যায়নি
ভয়াল ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন করেছে নাটোরের লালপুর উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জলন করা হয়। এসময় সকল শহীদদের আত্মার মাগফেরাৎ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, একডেমিক সুপার ভাইজার সাদ আহম্মেদ শিবলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মাজদার রহমানপ্রমুখ।
এর আগে সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সকল গণকবর জিয়ারত, উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা, এক মিনিট নিরবতা পালন ও মোনাজাত অনুষ্ঠিত হয়।