প্রকাশ: ২৫ মার্চ ২০২১, ২২:৬
কোনো ট্যাগ পাওয়া যায়নি
নওগাঁর ধামইরহাটে ৫ নম্বর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে।
২৫ মার্চ বিকেল ৪ টায় জাহাঙ্গীর আলম মেমোরিয়াল কলেজমাঠে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহজাহান আলী কমলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি।
সম্মেলনে উদ্বোধক উপজেলা আওয়ামীলীগ সভাপতি দেলদার হোসেন, সম্মেলনের প্রধান বক্তা ও আ’লীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, বিশেষ অতিথি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. রফিকুল ইসলাম বাচ্চু, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ বাদল, ধামইরহাট উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু হানিফ, নুরুজ্জামান হোসেন, যুগ্ম সম্পাদক ওবায়দুল হক সরকার, পৌর মেয়র আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, খাজা ময়েন উদ্দিন, যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদু, সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সাবুবুর রহমান, সম্পাদক জাবেদ নওরোজ আলমগীর, ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইনসহ ইউনিয়ন ও উপজেলার পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সকল নেতাকর্মী, কাউন্সিলার ও ডেলিগেটদের সমন্বয়ে সর্বসম্মতিক্রমে আড়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বর্তমান সভাপতি শাহজাহান আলী কমলকে পুনরায় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জাইদুল ইসলামকে নির্বাচিত ঘোষনা করা হয়।