প্রকাশ: ২৫ মার্চ ২০২১, ১৯:১৪
এস এম ময়নুল হোসাইন উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।
আহতরা হলেন-উপজেলার উধুনিয়া ইউনিয়নের বাবুলীদহ গ্রামের মোজাম্মেল হক গ্রুপের খোদা বক্স মন্ডলের ছেলে ইউনুছ আলী,মৃত গনি মন্ডলের ছেলে হায়দার আলী,সাবেক মেম্বার মোজাম্মেল হকের ছেলে,মমিন,মোস্তফা,জাহানার,আক্কাস আলীর ছেলে,শুকুর আলী,খোদা বক্স মন্ডলের ছেলে,সাত্তার মন্ডল, ও সাবেক মেম্বার মোজাম্মেল হক।
এবং কাদের গ্রুপের মৃত জব্বার প্রারামানিকের ছেলে শাহজাহান আলী,মৃত আবু বক্কারের ছেলে মানিক,মৃত সবিন প্রারামানিকের ছেলে রাসেল, আব্দুল মজিদের ছেলে জাহিদুল,মৃত আবু বক্কারের ছেলে লতিফ, মৃত আয়েন প্রারামানিকের ছেলে জাবেদ, সহ আরো অনেকেই।
ঘটনাস্থলে গেলে প্রত্যক্ষদর্শীরা জানান,বুধবার (২৪ মার্চ) বিকেলে ছাগলে জমির ধান খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে কথা-কাটাকাটি এবং তাদের দুপক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের পরে তারা লাটি শোঠা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস জানান, এখনো কোন অভিযোগ পাইনি, পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।