প্রকাশ: ২৫ মার্চ ২০২১, ১৬:৪৪
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ উপলক্ষ্যে বরিশালের হিজলা উপজেলার ৩ টি ইউনিয়নের ১টি সংরক্ষিত মহিলা সদস্যপদ ও ৩টি সাধারণ সদস্য পদে মোট ৪ জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ দেলোয়ার হোসেন এবং উপজেলা কৃষি অফিসার ও মেমানিয়া ইউনিয়নের রিটার্নিং অফিসার আহসানুল হাবীব আল আজাদ জনি।
বৃহস্পতিবার ২৫ মার্চ প্রতীক বরাদ্দের নির্ধারিত দিনে উপজেলা নির্বাচন অফিসার ও হরিনাথপুর, গুয়াবাড়িয়া, বড়জালিয়া ইউনিয়নের রিটার্নিং অফিসার মোঃ দেলোয়ার হোসেন, অন্য কোনো প্রার্থী না থাকায় হরিনাথপুর ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্যপদে সুমি বেগমকে,
হরিনাথপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে মোঃ জহির রায়হানকে এবং গুয়াবাড়িয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে মোঃ রাসেলকে উক্ত পদে নির্বাচিত প্রতিনিধি হিসেবে ঘোষণা করেন। অপরদিকে উপজেলা কৃষি অফিসার ও মেমানিয়া ইউনিয়নের রিটার্নিং অফিসার আহসানুল হাবীব আল আজাদ জনি,
অন্য কোনো প্রার্থী না থাকায় মেমানিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে আবুল কাশেমকে উক্ত পদে নির্বাচিত প্রতিনিধি হিসেবে ঘোষণা করেন। আগামী ১১ এপ্রিল রবিবার হিজলার চারটি ইউনিয়ন- হরিনাথপুর, গুয়াবাড়িয়া, বড়জালিয়া ও মেমানিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে।