https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

মহালছড়িতে বিধবা ভিক্ষুক পেল স্বপ্নের ঠিকানা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ মার্চ ২০২১, ১৪:৮

শেয়ার করুনঃ
মহালছড়িতে বিধবা ভিক্ষুক পেল স্বপ্নের ঠিকানা

খাগড়াছড়ির মহালছড়িতে দৃষ্টি প্রতিবন্ধী ফেমাচিং মারমা ও ভিক্ষুক মা বাশাবী মারমা মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি রতন শীলের সহায়তায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত সরকারি ঘর পেয়ে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো মা-মেয়ের। মহালছড়ি উপজেলার সদর ইউনিয়নের থলিপাড়ার বাসিন্দা তারা।

৭৫বছর বয়সী ভিক্ষুক বিধবা বাশাবী মারমা ১০ বছর আগে তার স্বামীকে হারিয়ে একমাত্র মেয়ে ফেমাচিং মারমা (৩৫) জন্ম থেকে অন্ধ মেয়েকে নিয়ে মহালছড়ি ইউনিয়নের থলিপাড়া গ্রামে থাকেন।জড়াজীর্ণ ভাঙ্গা পলিথিনের চাউনি দেওয়া কুড়ে ঘরে জন্ম থেকে অন্ধ দৃষ্টি প্রতিবন্ধি মেয়েকে  নিয়ে জবুথুবু হয়ে কোন রকমে রাত্রিযাপন কারতেন।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

পলিথিনের তৈরি ঘরটিতে শীতে কিংবা রোদ বৃষ্টি ঝড়ে থাকতে হয়েছে এভাবেই। মাঝে মাঝে বৃষ্টির রাতে আশেপাশের বাড়িতে গিয়ে আশ্রয় নিতেন গরু ঘর কিংবা অন্যের বারান্দায়। মহালছড়ি উপজেলার বিভিন্ন জায়গা মানুষের দূয়ারে দূয়ারে প্রতিদিন ভিক্ষা করে  দৃষ্টি প্রতিবন্ধী অন্ধ মেয়েকে  নিয়ে  সংসার  চালাতে অনেক কষ্ট হয়।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

কোন কোন সময় বয়সের বাড়ে  শরীর অসুস্হ হলে একদিন ভিক্ষা করতে না পারলে না খেয়ে থাকতে হয় মা মেয়ে। পেট চালানোই দায় যেখানে সেখানে নতুন ঘর পাওয়া বাশাবী মারমার জন্য আকাশ কুসুম কল্পনা ছাড়া আর কি  হতে পারে।বয়সের বাড়ে নুয়েপড়া বৃদ্ধা বিধবা ভিক্ষুক নারী তার দৃষ্টি প্রতিবন্ধি মেয়ে নিয়ে সব সময়   একটি নতুন ঘরের স্বপ্ন দেখতেন হতদরিদ্র বাশাবী মারমা।

যে ঘরে  মেয়েকে নিয়ে থাকবেন আনন্দ আর একটু আরামে। বৃষ্টি এলে বা ঝরের রাতে পরের ঘরে আশ্রয় নিতে হবে না যে ঘরটি ছেড়ে। আকাশ কুসুম কল্পনা বা স্বপ্ন নয় বাস্তবেই বৃদ্ধা ভিক্ষুক বাশাবী মারমা  পেলেন স্বপ্নের ঠিকানা । যেমন ঘর  চেয়েছিলেন বাশাবী মারমা তারচেয়েও ভালো ঘরই পেয়েছে বাশাবী মারমা ।  ১লক্ষ ৭১ টাকা ব্যায়ে নির্মিত ঘরটি একেবারে বিনামূল্যে পেয়ে আবেগে কেঁদে ফেলেন তিনি।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

শুধু কি ঘর? না ঘরই নয়, মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মহালছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি রতন শীলের সহযোগিতায় ৭৫বছরের বয়স্ক বিধবা ভিক্ষুক  তার দৃষ্টি প্রতিবন্ধি মেয়ের আনন্দ উল্লাস দেখে বাশাবী মারমার  মুখে তৃপ্তি আর আনন্দের ছাপ স্পষ্টই বোঝা যায়। চোখে না দেখলেও তার মেয়ে পলিথিনের  বেড়ার জায়গায় পাকা দেওয়াল  আর পায়ের নিচে মাটির বদলে সমতল  পাকা মেঝে তো ঠিকই উপলব্ধি করতে পারছেন তার আদরের একমাএ দৃষ্টি প্রতিবন্ধি মেয়ে ।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

বাশাবী মারমা কাপড়ের আচলে চোখের আনন্দাশ্রু মুছে আশীর্বাদ করেন দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহালছড়ি উপজেলার নির্বাহী অফিসার প্রিয়াংকা দত্ত  ও মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি রতন শীলের জন্য। আবেগাপ্লুত বাশাবী মারমা বলেন, ভগবান  তুমি যেন শেখ হাসিনারে আমার মত আরো যারা অসহায় আছে তাদের কে ঘর দেওয়ার শক্তি সামর্থ্য দাও।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মহালছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি রতন শীল  বলেন,মহালছড়ি ইউনিয়নের থলিপাড়ার  বাসিন্দা ৭৫বছর বয়সী  বিধবা ভিক্ষুক বাশাবী মারমাকে উপজেলার বিভিন্ন জায়গা ভিক্ষা করতে দেখা যায় একদিন খাগড়াছড়ি থেকে মহালছড়ি ফেরার পথে বাশাবী মারমার পলিথিনের ছাউনি দেওয়া ঘরটি দেখে বাশাবী মারমাকে ইউনিয়ন পরিষদে আসতে বলি পরে তার বিষয়ে খোঁজ নিয়ে তাকে একটি ঘর, মেয়ে ফেমাচিং মারমাকে প্রতিবন্ধী ভাতা ও মাকে বিধবা ভাতার কার্ড করে দেয়া হয়। 

মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ ও গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কর্মসূচী ও প্রকল্পের আওতায় মহালছড়ি উপজেলায় দৃষ্টি প্রতিবন্ধী মা-মেয়েকে সহ অনেক অসহায় পরিবারকে গৃহ নির্মাণ করে দেয়া হয়েছে। 

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এ সম্পর্কিত আরও পড়ুন

মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি নিয়োগ পেলেন এডভোকেট নিয়ামুল হক

মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি নিয়োগ পেলেন এডভোকেট নিয়ামুল হক

মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) নিয়োগ পেয়েছেন  জুলাই বিপ্লবের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সহযোগী এডভোকেট নিয়ামুল হক। আজ দুপুরে আইনজীবি নিয়ামুল হক জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) থেকে গত ২০ মার্চ আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি) শাখা থেকে এ সম্পর্কিত

পানছড়িতে গণতান্ত্রিক যুবফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

পানছড়িতে গণতান্ত্রিক যুবফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

"অস্তিত্ব ধ্বংসের কবল থেকে জাতিকে রক্ষার্থে যুবশক্তি পূর্ণস্বায়ত্তশাসনের পতাকা তলে সমবেত হও, প্রতিরোধ গড়ে তোল "এই স্লোগানে পানছড়িতে গণতান্ত্রিক যুবফোরামের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার ( ৫ এপ্রিল ) দুপুরে রমেল চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি শাখার সাধারণ সম্পাদক পরান্টু চাকমা। আলোচনা সভা শুরুতেই সকল শহীদদের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।  আলোচনা সভায় বক্তারা

পাওনা টাকা চাওয়ায় শ্রমিককে পেটালেন সেচ্ছাসেবকলীগ নেতা

পাওনা টাকা চাওয়ায় শ্রমিককে পেটালেন সেচ্ছাসেবকলীগ নেতা

পটুয়াখালী সদর উপজেলার ভুরিয়া ইউনিয়নে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক নির্মাণ শ্রমিক ও তার ছেলেকে আক্রমণের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। গত মঙ্গলবার (১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় সেচ্ছাসেবক লীগ নেতা মিরাজ মৃধা দেশীয় অস্ত্র দিয়ে কামাল হাওলাদার (৩৬) ও তার ছেলে মো. নাঈম (১৮) কে আঘাত করেন। ঘটনাটি নিয়ে পটুয়াখালী সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে জানা

ঈদের ছুটিতেও রাণীনগরে মা ও শিশু স্বাস্থ্য সেবা অব্যাহত

ঈদের ছুটিতেও রাণীনগরে মা ও শিশু স্বাস্থ্য সেবা অব্যাহত

দেশ যখন  ঈদুল ফিতরের আনন্দে মেতে উঠেছে,পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছে, তখনও নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন পরিবার পরিকল্পনা বিভাগের একদল নিবেদিত প্রাণ কর্মী। এবারে ঈদের ছুটিতেও নওগাঁ জেলার রাণীনগর  উপজেলার ৪ টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মা ও শিশু স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা কার্যক্রম অব্যাহত রয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী, নওগাঁ জেলা পরিবার

ভূরুঙ্গামারীতে কবি আবদুল হাই শিকদারকে সংবর্ধনা

ভূরুঙ্গামারীতে কবি আবদুল হাই শিকদারকে সংবর্ধনা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী প্রেসক্লাবের পক্ষ থেকে ভূরুঙ্গামারীর কৃতি সন্তান দেশ বরেণ্য কবি ও দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক আবদুল হাই শিকদারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার দুপুরে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়। দেশ বরেণ্য কবি আবদুল হাই শিকদার দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদকের দায়িত্ব গ্রহণ করায় তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।  এ উপলক্ষে আলোচনা সভায় ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক