
হাতিয়ায় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৫ মার্চ ২০২১, ১৩:৫০
শেয়ার করুনঃ

নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২১ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো. ইমরান হোসেনর সভাপতিত্বে এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা পরিষদের চেয়্যারম্যান জনাব মো; মাহবুব মোর্শেদ।
আরো উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জনাব রুদ্র, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জনাব জনাব মোঃ কেফায়েত উল্লাহ স্যার, বীর মুক্তিযোদ্ধা জনাব এ কে এম মানছুরুল হক, সরকারি কর্মকর্তা কর্মচারী, সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিকবৃন্দ।

আলোচনায় বক্তারা দিনের তাৎপর্য তুলে ধরে ২৫ মার্চের নির্মম গণহত্যার রোমহষর্ক বর্ণনা করেন এবং আগামী দিনে পরবর্তী প্রজন্মের কাছে এ দিনের গুরুত্ব ও পটভূমি তুলে ধরার উদাত্ত আহবান জানান।


