প্রকাশ: ২০ মার্চ ২০২১, ১৫:৭
মাদারীপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার গোলাম মস্তফা রাসেল। শনিবার (২০মার্চ) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। এসময় সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোঃ আব্দুল হান্নান ।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার গোলাম মস্তফা রাসেল বলেন, মাদারীপুর পুলিশ এখন থেকে গরীবের জন্য কাজ করবে। জেলার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা প্রয়োজন তাই করা হবে।যেকোন ঘটনায় পুলিশ খুব কম সময়ে ওই স্থানে পৌঁছাবে এবং ব্যবস্থা গ্রহণ করবে। মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস ও বাল্যবিয়ে প্রতিরোধে কাজ বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মাদারীপুর প্রেসক্লাব, মাদারীপুর মৈত্রী মিডিয়া সেন্টার, সাংবাদিক কল্যাণ সমিতির সকল সদস্যগন।সভায় সাংবাদিকরা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা উন্নয়নে পুলিশের কার্যক্রম আরো জোরদার করার দাবি জানান।