প্রকাশ: ২০ মার্চ ২০২১, ১৫:৬
মুজিবর্ষ উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০) সকাল ১১ টায় পৌরসভার ভট্টকাওয়াক এলাকায় পদক্ষেপ সংগঠনের আয়োজনে হৃদরোগ বিশেষজ্ঞ, ডায়বেটিস বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে এ চিকিৎসা প্রদান করা হয়।
এ সময় প্রায় ৫ শতাধিক অসহায়, দরিদ্র মানুষকে চিকিৎসা প্রদান ও ঔষুধ দেওয়া হয়েছে। ডাঃ শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র এস এম নজরুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,
উল্লাপাড়া সরকারী আকবর আলী কলেজের অধ্যাপক শামীম হাসান, কাউন্সিলর আজিজুল ইসলামশাহ আলম,খন্দকার আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক ইউসুফ আলী মন্টু সহ বিভিন্ন শ্রেণী পেশার মানষ। এসময় চিকিৎসা নিতে আশা অসহায়,দরিদ্র মানুষ গুলো ফ্রি চিকিৎসা ও ঔষুধ পেয়ে মহাখুশি।