প্রকাশ: ২০ মার্চ ২০২১, ১১:১
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অফিসার্স এসোসিয়শনের কার্যনির্বাহী কমিটি গঠনের জন্য ৫ সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) এসোসিয়েশনের সভাপতি জিনাত আনাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
এই বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের ৯ মার্চ কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক অফিসার্স এসোসিয়েশনের ২০২১-২০২২ সালের নির্বাচন পরিচালনায় সার্বিক তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান কে দায়িত্ব নেয়ার সুপারিশ করা হলো।
এই নির্বাচনকে কেন্দ্র করে শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মো. মনিরুল ইসলামকে প্রধান নির্বাচন কমিশনার করে পাচঁ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিশনের সদস্যরা হলেন নির্বাহী প্রকৌশলী মো. ইঞ্জিনিয়ার জাকির হোসেন,
সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক, সহ: ডাটাবেজ প্রোগ্রামার মো. মাসুদুল হাসান সহ হিসাবরক্ষক রবিউল হক। নির্বাচন কমিশনার এমদাদুল হক জানান, রবিবার নির্বাচন কমিশনের মিটিং এ অফিসার্স এসোসিয়েশনের ২০২১-২০২২ কার্যনির্বাহী কমিটি নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।