প্রকাশ: ১৯ মার্চ ২০২১, ২১:৫৫
কোনো ট্যাগ পাওয়া যায়নি
জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে আজ (শুক্রবার) উপজেলা প্রশাসনের উদ্যোগে আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই আয়োজনে অংশগ্রহন করেছে হাতিয়া দ্বীপের একমাত্র আবৃত্তি সংগঠন 'ছন্দবৃত্ত'।
হাতিয়া দ্বীপের নবীন প্রবীন কবিতা প্রেমীদের উপস্থিতিতে একের পর এক কবিতা পাঠের মাধ্যমে এক অন্যরকম আবহ সৃষ্টি হয়েছে।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেছেন হাতিয়া দ্বীপের প্রবীণ শিক্ষক, সুখচর মফিজিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জনাব মোঃ ইরাক, প্রবীণ এনজিও ব্যাক্তিত্ব জনাব শামসুত তিব্রিজ, হাতিয়া ডিগ্রি কলেজের বাংলার অধ্যাপক নঈম শামীম খান, ইংরেজির প্রভাষক জনাব জাফরুল ইসলাম, কবি আমিনুল এহছান মিলাদ, কবি এম এন লাইজু শাহীন, পাপিয়া আকতার দিশা, মোঃ কামরুজ্জামান, মাজেদুল হক রবিন, রাশেদুর ইসলাম, মোঃ মামুন উদ্দিন, লিমা রানী দাস, রেশমা বেগম, মিশরাত জাহান, মারগুবা কাশফিয়া মাটি, নদী, সাখাওয়াত হোসেন, ফরহাদ, ছায়েদ আহমেদ, ফারদিন ফারাবি সহ আরো অনেকে।
অনুষ্ঠান শেষে ছন্দবৃত্তের পক্ষ থেকে আরো সুন্দর, শৈল্পক, নান্দনিক অনুষ্ঠান উপহার দিয়ে সকলের সহযোগিতা, দোয়া ও অনুপ্রেরণা কামনা করা হয়।