প্রকাশ: ১৯ মার্চ ২০২১, ১৮:৫৫
কোনো ট্যাগ পাওয়া যায়নি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাঁদাবাজী মামলায় শরিফুল ইসলাম বাবু (৪০) কে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত শরিফুল ইসলাম বাবু উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের হাতেম আলীর ছেলে।
অভিযোগ সুত্রে জানা যায়, মেসার্স আনান ব্রিকর্সের সত্তাধীকারী আব্দুল আজিজের নিকট ২ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদ না দেওয়ায় রাস্তার উপরে আব্দুল আজিজকে বেদধরক মারধর করে। পরে আনান ব্রিকসের সত্তাধিকারী আব্দুল আজিজ থানায় মামলা করলে শরিফুল ইসলাম বাবুকে বৃহস্পতিবার গভির রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) সিরাজুল ইসলাম বলেন উল্লাপাড়া মডেল থানায়,শরিফুল ইসলাম বাবুর বিরুদ্ধে ২ লক্ষ টাকা চাঁদা বাজী মামলার পেক্ষিতে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান তালিয়ে তাকে গ্রেফতার করা হয় । পরে শুক্রবার (১৯ মার্চ) দুপুরে তাকে সিরাজগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।