প্রকাশ: ১৯ মার্চ ২০২১, ১৫:৯
আশাশুনিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে এ সভার আয়োজন করা হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা জেলা কমান্ড কাউন্সিল এর আয়োজনে সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান।
জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান নয়ন এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ খুলনা বিভাগীয় কমান্ড কাউন্সিল এর আহবায়ক আল মামুন সুমন মোল্যা। প্রধান বক্তার বক্তব্য রাখেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ খুলনা বিভাগীয় কমান্ড কাউন্সিল এর সদস্য সচিব এসএইচ শামীম রেজা।
জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল এর সাংগঠনিক সম্পাদক মাষ্টার মুরাদ আহমেদ এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, বীরমুক্তিযোদ্ধা লিয়াকত আলী, জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের অন্যতম নেতা ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সদস্য সচিব শরিফুজ্জামান শরিফ,
কৃষকলীগ নেতা রাশেদ সরোয়ার শেলী, উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সভাপতি আব্দুস সুবহান প্রমূখ। এসময় বক্তারা বলেন, পিতার মুক্তিযোদ্ধার সনদ ব্যাতিত কেউ এ কমিটিতে থাকতে পারবে না। মুক্তিযোদ্ধা সন্তানরা মেধাবী তবুও সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখতে হবে।
যারা এর বিরোধীতা করছে তারা চায় না দেশ প্রেমিকের সন্তানরা দেশের সেবায় নিয়োজিত থাকুক। এসময় বক্তারা আরও বলেন, মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি যদি অনিয়মের মাধ্যমে ভূয়া তালিকা প্রকাশ করে তবে তা কঠোর অবস্থানে থেকে প্রতিহত করা হবে।
এছাড়াও মুক্তিযোদ্ধা সন্তান সংসদের পক্ষ থেকে আগামীতে ৭দফা দাবী আদায়ের লক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে জানান বক্তারা। সবশেষে রাজু আহমেদ পিয়ালকে আহবায়ক ও মিজানূর রহমানকে সদস্য সচিব করে ২৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।