প্রকাশ: ১৮ মার্চ ২০২১, ২০:১১
কোনো ট্যাগ পাওয়া যায়নি
টাঙ্গাইলের কালিহাতীতে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে সোহান নামে ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার ভাবলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তার লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয় শিশু সোহান। লোকজন তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে শিশুটির মরদেহ উদ্ধার করে।