প্রকাশ: ১৮ মার্চ ২০২১, ১৮:৪৩
আইকিউএসি'র উদ্যােগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষকদের নিয়ে প্রাথমিক গবেষণা পদ্ধতি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল ৯.৩০ টায় ভার্চুয়াল ক্লাসরুমে এই কর্মশালাটি আরম্ভ হয়। ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন ওই অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আমিনুল ইসলাম আকন্দ।প্রশিক্ষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রাক্তন সভাপতি এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।
ট্রেজারার মহোদয় বলেন, বর্তমান সময়ে গবেষণা পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ। যা শিক্ষকদের আরো দক্ষ করে তুলবে। আইকিউএসি এই উদ্যােগে বিভিন্ন অনুষদের শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে আসছে।এই প্রশিক্ষণ কর্মশালায় আরো উপস্থিত ছিলেন আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, অতিরিক্ত পরিচালক ড. বনানী বিশ্বাস ও সামাজিক অনুষদের শিক্ষকবৃন্দ।