প্রকাশ: ১৮ মার্চ ২০২১, ১৫:১৫
আশাশুনিতে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী পালনে কেক কাটা, আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে শেষ হয়েছে। বুধবার উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম ও ইউএনও নাজমুল হুসাইস খানের নেতৃত্বে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ স্মৃতি সৌধ চত্বরে বঙ্গবন্ধুর মুর্যালে মাল্যদান করা হয়।
আশাশুনি উপজেলা প্রশাসন: উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জন্মশত বার্ষিকী পালনে কেক কাটা হয়। চিত্রাঙ্কন সহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীতা ও বিজয়ীদের পুরষ্কৃত করা হয়। মুক্তিযোদ্ধা সংসদ: সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খান। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন: বিকাল ৩টায় আশাশুনি উপজেলা আ’লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু ও যুবলীগ নেতা সাহেব আলীর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারমান শ্রমিকলীগ নেতা অসীম বরণ চক্রবর্তী,
আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান সম সেলিম রেজা মিলন, আলমগীর আলম লিটন, শেখ জাকির হোসেন, প্রভাষক ম, মোনায়েম হোসেন, আ.ব.ম মোছাদ্দেক, জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, কৃষকলীগ নেতা সম সেলিম রেজা সেলিম, এনএমবি রাশেদ সরোয়ার শেলী, জগদীশ চন্দ্র সানা, পারভীন সুলতানা লিপি, সেলিমা আক্তার সেলু, ছাত্রলীগ সভাপতি আসামাউল হুসাইন প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কেটে বঙ্গবন্ধুর ১০১তম জন্ম বার্ষিকী পালন করা হয়।
আশাশুনি প্রেসক্লাব: আশাশুনি প্রেসক্লাবের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও শিশু দিবস পালনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব সভাপতি জিএম আল-ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সমীর রায়ের পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান ও এসএম আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক এসকে হাসান, সদস্য গোলাম মোস্তফা, সোহরাব হোসেন, ফাইজুল কবির, মইনুল ইসলাম, জলেমিন হোসেন সহ প্রেসক্লাবের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।