প্রকাশ: ১৮ মার্চ ২০২১, ১৩:১৭
বাংলাদেশে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ আবার বাড়ছে। তবে চলতি বছরের (জানুয়ারি থেকে মার্চ) তিন মাসের মধ্যে আজ বৃহস্পতিবার সিলেটে সর্বোচ্চ ৪৪ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর আগে গত সোমবার ৩ মাসের সর্বোচ্চ ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছিল।
করোনার সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি হাসপাতালে চাপ বাড়ছে বলে স্বাস্থ্য বিভাগ ও করোনা চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতালগুলোর সূত্র জানিয়েছে। করোনা চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতালে গড়ে প্রতিদিন ৪০ জন চিকিৎসা নিচ্ছেন। আগে এর পরিমাণ ১৫ থেকে ১৭ জনে নেমে গিয়েছিল।
সিলেটের স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ৩ মাসের মধ্যে সিলেটে গত সোমবার ৩৪ জন ও আজ বৃহস্পতিবার ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা ছিল ২২ জন। সে হিসাবে দিন দিন সিলেটে করোনা সংক্রমণের হার বাড়ছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, সচেতনতা বাড়ানো না গেলে এবং জনসমাগমস্থল পরিহার ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে না পারলে সংক্রমণের মাত্রা আরও বাড়তে পারে