প্রকাশ: ১৭ মার্চ ২০২১, ২১:৮
কোনো ট্যাগ পাওয়া যায়নি
পরাধীনতার নিকষ অন্ধকারে নিমজ্জিত বাঙালী জাতির ভাগ্যাকাশে মুক্তির প্রভাকর রূপে ১৯২০ সালে ১৭ই মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্ম নেওয়া খোকা নামের সেই শিশুটি শিক্ষা, দিক্ষা, মানবিক দৃষ্টি ভঙ্গি মহত্তম জীবন বোধ সততা, সাহস, দক্ষতা ও দুরদর্শি নেতৃত্বে হয়ে ওঠেন বাংলাদেশ নামক স্বাধীন সার্বভৌম জাতি রাষ্ট্রের মহান স্থাপতি সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙালী।
তার ১০১তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস। সারা দেশের ন্যায় আজ বুধবার দিন ব্যাপী কালিগঞ্জ উপজেলা জুড়ে ১২দিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজনে মুজিব শত বর্ষ ও জাতীয় শিশু দিবস পালনের মাধ্যমে দিবস টি উদ্বোধন ও পালিত হয়। দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা প্রশান, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, উপজেলা আওয়ামীলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, স্বেচ্চাসেবক লীগ, শ্রমিকলীগ, জাতীয়পাটি সহ বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা ও সরকারী বেসরকারী সায়িত্ব শাষিত প্রতিষ্ঠান গুলো পৃথক পৃথক ভাবে দিবসটি পালন করে।
দিনের কর্মসূচীর মধ্যে ছিল ভোর ৬.১ মিনিটে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেনের নেতৃত্বে প্রত্যুসে থানা চত্তরে একুশ বার তপোধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। সকাল ৭টায় সরকারী, বেসরকারী, অফিস আদালত, স্কুল কলেজ, মাদ্রাসা, সায়িত্ব শাষিত প্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনীতি দলের অফিস ছাড়াও হাট বাজার দোকান গুলোতে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৯টায় কাঁকশিয়ালী সেতুর পাদ দেশে বঙ্গবন্ধুর মুরালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও পুস্পমাল্য অর্পনের জন্য মানুষের ঢল নামে।
প্রথমে উপজেলা পরিষদের পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম সহ সকল সরকারী কর্মকর্তা কর্মচারী বৃন্দ, থানা প্রশাসনের পক্ষে থানা অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন ও পুলিশ পরিদর্শক তদন্ত মিজানুর রহমান সহ থানার সকল কর্মকর্তা ও সদস্য বৃন্দ।
উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের পক্ষে থানা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সি, সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, কালিগঞ্জ সরকারী কলেজের পক্ষে অধ্যক্ষ জি,এম,রফিকুল ইসলাম সহ সমস্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দ রোকেয়া মুনসুর মহিলা কলেজের পক্ষে অধ্যক্ষ জাফরুল আলম বাবু সহ শিক্ষক শিক্ষিকা বৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, সহ সকল বীর মুক্তিযোদ্ধা বৃন্দ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষে থানা সভাপতি মেহেদী হাসান সুমন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক সহ সকল সদস্য সহ বিভিন্ন স্কুল কলেজ একে একে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প মাল্য অর্পন করেন।
পুস্প মাল্য অর্পন শেষে স্ব স্ব প্রতিষ্ঠানের ব্যানারে এক বর্ণাঢ্য র্যালী ও শোভা যাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ, স্ব স্ব অফিসের কেক কাটার মধ্য দিয়ে কর্মসূচীর উদ্বোধন করা হয়। কেক কাটা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, থানা অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সি, সাবেক অ্যাপক গাজী আজিজুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বেলা ১১টায় মাধ্যমিক শিক্ষা অফিস মিলনায়তনে উপজেলার বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা ছাত্র ছাত্রীদের নিয়ে এক চিত্রাংকন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
বেলা ১২টার সময় মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মুজিব বর্ষ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন, মনির হোসেন প্রমূখ।
আলোচনা সভা শেষে মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে সোহরাওয়াদী পার্ক ময়দানের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বেলা ২টায় বীর মুক্তিযোদ্ধা ও তার পরিবার পরিজনদের নিয়ে এক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।