প্রকাশ: ১৭ মার্চ ২০২১, ১৬:৫৭
মাদারীপুরে শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা আলোচনা সভা দোয়া মাহফিল ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান হয়েছে। বুধবার (১৭ফেব্রুয়ারী) মাদারীপুর জেলা পরিষদের হলরুমে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। মাদারীপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর শিশু বিষয়ক কর্মকর্তা শহিদুল ইসলাম, জেলা পরিষদের সদস্য মান্নান লস্কর,নুরজাহান পারুল,আয়েশা সিদ্দিকা সহ প্রমুখ। চিত্রাংকন প্রতিযোগিতা এই ৫টি ক্যাটাগরিতে মোট ২০০জন ক্ষুদে শিক্ষার্থী এবং অভিভাবক অংশ নেয়।
প্রতিযোগিতা শেষে তাদের মধ্য থেকে ১৫ জনকে দেয়া হয় পুরস্কার ও সনদ। শিক্ষার্থীরা জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ছবি ও মুক্তিযুদ্ধের নানা ধরনের চিত্র এতে ফুটিয়ে তুলেন। এতে শহরের অধিকাংশ বিদ্যালয়ের বাছাইকৃত শিক্ষার্থীরা অংশ নেয়।