প্রকাশ: ১৭ মার্চ ২০২১, ১৬:৪৪
নীলফামারীতে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস- ২০২১ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।আজ বুধবার (১৭ মার্চ) সূর্যোদয়ের সাথে-সাথে জেলা পুলিশ নীলফামারীর সহযোগিতায় সকাল ০৬ টায় ১২ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস- ২০২১ এঁর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
বেলা বাড়ার সাথে সাথে বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরালে সকাল ০৯ ঘটিকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা পুলিশ নীলফামারীর পক্ষে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার, নীলফামারী জনাব মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম মহোদয়।দুপুর ১২ টায় ডিসি গার্ডেনে শিশুদের নিয়ে কেক কাটা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, নীলফামারী জনাব মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম মহোদয়; জনাব হাফিজুর রহমান চৌধুরী, জেলা প্রশাসক, নীলফামারী মহোদয়; এনএসআইয়ের উর্দ্ধতন কর্মকর্তা, জনাব দেওয়ান কামাল আহমেদ, মেয়র-নীলফামারী পৌরসভা; বীর মুক্তিযোদ্ধা জনাব জয়নাল আবেদীন, চেয়ারম্যান,
জেলা পরিষদ, নীলফামারী; জনাব আবু সাঈদ, চেয়ারম্যান, সদর-উপজেলা পরিষদ, নীলফামারী সহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও জেলার শিশু-কিশোরা আয়োজিত অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।এ সময় জেলা পুলিশ নীলফামারীর বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য অফিসার-ফোর্স উপস্থিত ছিলেন।