প্রকাশ: ১৭ মার্চ ২০২১, ১৬:৪১
বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্ম বার্ষিকী পালন করছে নাটোরের লালপুর উপজেলা প্রশাসন।বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল,
উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি, সহকারী কমিশনার (ভূমি) শাম্মি আক্তার ও লালপুর থানার ওসি (তদন্ত) আবু সিদ্দিক। পরে মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারী দপ্তরের প্রধানরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এছাড়াও দিবসটি উপলক্ষে শিশুদের চিত্রাংকন, উপস্থিত বক্তৃতা, গল্প বলা ও রচনা প্রতিযোগিতাও পুরস্কার বিতরণীসহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা প্রশাসন। শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালপুর থানার ওসি (তদন্ত) আবু সিদ্দিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাম্মি আক্তার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস্কেন্দার মির্জা, যুগ্ম সাধারণ সম্পাদক, আ স ম মাহামুদুল হক মুকুল, গোলাম কাওসার,
লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোহিদুল ইসলাম বাঘাসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।পরে কোমলমতি শিশুদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটেন সাংসদ শহিদুল ইসলাম বকুল। এসময় দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সাংসদ বকুল।