প্রকাশ: ১৭ মার্চ ২০২১, ১৫:৪৩
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দিনাজপুরের হিলিতে কেককাটা ও আনন্দ র্যালি করেন উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন এবং উপজেলা প্রশাসন।
আজ সকাল ৮ টায় বাংলাহিলি বাজারস্থ আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তালন, দোয়া মাহফিল ও কেককাটার মধ্যদিয়ে দিবসটি পালন করেন উপজেলা আওয়ামী লীগ। পরে আনন্দ র্যালি বের করা হয় ।
এদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৯টায় নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলমের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ব্যাংকসহ অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এছাড়া উপজেলা হলরুমে কেককেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়। পরে সেখানে বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন।
এসময় উপস্থিত ছিলেন,ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, উপজেলার বিভিন্ন কর্মকর্তা -কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, ছাত্র ছাত্রীসহ সকল শ্রেণী পেশার মানুষ।