প্রকাশ: ১৭ মার্চ ২০২১, ১৫:১৪
আলোচনা সভা,দোয়া ও মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার পরিবেশনসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে হিলি স্থলবন্দরের বেসরকারি সংস্থা পানামা পোর্ট লিংক লিমিটেড।
বুধবার দুপুরে হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অনন্ত চক্রবর্তী নেপালের আয়োজনে দুই শতাধিক মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের অংশগ্রহনের দিবসটি পালন করা হয়।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মল্লিক, হাকিমপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু।
পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ আয়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় হিলি পানামা পোর্টের সহকারী ব্যবস্থাপক এসএম হায়দারসহ অনুষ্ঠানে সাংবাদিক,পোর্টের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।