প্রকাশ: ১৭ মার্চ ২০২১, ১৪:০
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নাটোরের লালপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠেনর নেতাকর্মী।
বুধবার সকালে লালপুর উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু ম্যুড়ালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলীসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এ সময় অন্যদের উপস্থিত ছিলেন গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোত্তর্জা লিলি, নাটোর জেলা আ.লীগের সদস্য উপাধক্ষ্য বাবুল আক্তার, আমজাদ হোসেন, উপজেলা আ.লীগের সাংগাঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, মহিলা সম্পাদিকা কাজি আছিয়া জয়নুল বেনু,
মহিলা ভাইস চেয়ারম্যান পরভীন অাক্তার বানুপ্রমুখ।পুষ্পস্তবক অর্পণের পর স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। মোনাজাতে দেশের অব্যাহত, শান্তি ও সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়।