প্রকাশ: ১৭ মার্চ ২০২১, ১০:৫৫
বরিশালের হিজলা উপজেলা প্রশাসনের আয়োজনে উৎসব মুখোর পরিবেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০১তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ পালিত হয়েছে। বুধবার ১৭ মার্চ খুব সকালে উপজেলা চত্বরে তোপোধ্বনির মাধ্যমে দিনটি শুরু করে, সূর্য উদয়ের সাথে সরকারি ভবন, বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৮ টায় বঙ্গবন্ধু ম্যুরালে জাতির পিতার প্রতিকৃতিতে প্রথম শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, সংসদ সদস্যের পক্ষে উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধা সংসদ, হিজলা থানা, সরকারি হিজলা কলেজ,সরকারি সংহতি মাধ্যমিক বিদ্যালয়, বি এল বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বিসিডি মাধ্যমিক বিদ্যালয়। সকাল ৯ টায় উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ এর সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে স্বাধীনতা স্মরনীতে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শেষে দিবসটি উপলক্ষ্য শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে । এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী, ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন,
মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম, হিজলা থানা অফিসার ইনচার্জ অসীম কুমার সিকদার, সরকারি হিজলা কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মীর আব্দুল মাজেদ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক মণ্ডলী, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।