প্রকাশ: ১৪ মার্চ ২০২১, ১৮:৪৩
আগামীকাল ১৫ মার্চ সোমবার বিশ্ব ভোক্তা অধিকার দিবস। এ উপলক্ষে বরিশালে ব্যাপক কর্মসূচি গ্রহন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ১৫ মার্চ সকাল ১০ টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশালের আয়োজনে বর্নাঢ্য ট্রাক শো। যা নগরীর বিভিন্ন স্থান প্রদক্ষিণ করবে। এর উদ্বোধন করবেন বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল।
ট্রাক শোর মাধ্যমে দিবসটির প্রতিপাদ্য মুজিব বর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি সংক্রান্ত জারি গান ও thime song প্রচার করা হবে। সকাল সাড়ে ১০ টায় বরিশাল সার্কিট হাউজের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল। বিশেষ অতিথি থাকবেন বরিশাল রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম বিপিএম ( বার) পিপিএম , বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম ( বার) ও বরিশাল চেম্বারের সভাপতি সাইদুর রহমান রিন্টু।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপ- পরিচালক ( উপসচিব) খোন্দকার আনোয়ার হোসেন দিবসটি উপলক্ষে আয়োজিত সকল আয়োজন সফলে সকলের সহযোগিতা কামনা করে বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে উদযাপিত হওয়ায় এবছরে দিবসটি আলাদা গুরুত্ব ও তাৎপর্য বহন করে।