প্রকাশ: ৩ মার্চ ২০২১, ১৬:১৮
শরীয়তপুর সদর পৌরসভার ১নং ওয়ার্ডে এক কিশোরী গৃহকর্মীকে (১২) ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে বাড়ির মালিক ইকবাল মাদবর (৪০) । এ ঘটনায় মঙ্গলবার ২ মার্চ পালং মডেল থানায় ওই গৃহকর্মী শিশুর মা বাদী হয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন। মামলা নং ৩। ইকবাল মাদবর নড়িয়া উপজেলার নলতা গ্রামের ফজলুল হক মাদবরের ছেলে এবং শরীয়তপুর পৌরসভার ১নং ওয়ার্ডের হরিসভা এলাকার বাসিন্দা।
মামলার অভিযোগ সুত্রে জানা যায় শরীয়তপুর পৌরসভার ১নং ওয়ার্ডের হরিসভা এলাকার ফজলুল হক মাদবরের ছেলে ইকবালের বাসায় গৃহকর্মীর কাজ করতেন ওই শিশু। দীর্ঘদিন ধরে গৃহকর্মী শিশুটিকে কু-প্রস্তাব দিয়ে আসছিলো। কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২৭ ফেব্রুয়ারী বেলা ১২ টার দিকে বাসার পাকের ঘরে নিয়ে জামা কাপড় খুলিতে বলেন।
গৃহকর্মী শিশুটি কু-প্রস্তাবে রাজি না হওয়ায় জামা কাপড় জোর করে খুলে ধর্ষনের চেষ্টা করে। এসময় গৃহকর্মী শিশুটির চিৎকার ও চেচামেচি শুনে ধর্ষনের চেষ্টাকারী ইকবালের মেয়েরা এগিয়ে আসলে গৃহকর্মী শিশুটি ধর্ষনের হাত থেকে রক্ষা পায়। দ্রুত অভিযুক্ত আসামীকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন শরীয়তপুর জেলা পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান।