প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১২:২৫
সাবেক আইজিপি ও কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য (এমপি) নূর মোহাম্মদের মোবাইল নম্বরে অজ্ঞাত উৎস থেকে ঢুকছে হাজার হাজার টাকা। প্রতিদিনই আসছে এসব টাকা। বাড়ছে পরিমাণ। অজ্ঞাত উৎস থেকে আসা এই টাকার কারণে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন তিনি।
এ ঘটনায় উদ্বিগ্ন হয়ে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে এমপি নূর মোহাম্মদ নিজ ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দিয়েছেন। যা ইতোমধ্যে ভাইরালও হয়েছে। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, কাজটি আপনি করছেন বুঝে কিংবা না বুঝে। মজা করছেন, তাও হতে পারে।
ভুল করছেন, মানতে পারছি না। এতগুলো ভুল হয় কি করে! বিষয়টি বিব্রতকর আমার জন্য। পরিচিতজনদের কেউ হলে আশা করবো প্রকাশ করবেন, কিছু মনে করবো না। ফ্লেক্সিতে এক হাজার করে টাকা আসছে আমার ফোনে...গত কিছুদিন ধরে। টাকার পরিমাণটা খুব কম না, বছর দুয়েকের খোরাকি!
এ বিষয়ে যোগাযোগ করা হলে এমপি নূর মোহাম্মদ ঢাকা পোস্টকে বলেন, প্রতিদিন আমার মোবাইল নম্বরে অজ্ঞাত ব্যক্তি ও উৎস থেকে এক হাজার, দুই হাজার করে টাকা আসছে। এ টাকার পরিমাণ দিনদিন বাড়ছে। অনেক চেষ্টা করেও ওই টাকা পাঠানো ব্যক্তি এবং উৎসের সন্ধান পাচ্ছি না। শেষ পর্যন্ত টেলিকম কোম্পানির শরণাপন্ন হয়েছি। কিন্তু তারাও জানালেন এ বিষয়ে বিস্তারিত জানাতে আরও কয়েক দিন সময় লাগবে।