প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৫৫
বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মাউলতলা এলাকার মোতালেব বেপারীর রাইচ মিলের সামনে ইট টানা খালি ট্রলি ও যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ইউনুস রাড়ি(৫০) নামে ভ্যানের চালক নিহত হয়েছেন। এসময় সায়েম সরদার(১৪) ও আলমগীর(৫৫) নামে ২ জন আহত হয়েছেন।
দুর্ঘটনার কিছুক্ষণ পরে হিজলা থানার এস আই আরিফ ঘটনার স্থান পরিদর্শন করেন। তিনি জানান বৃহস্পতিবার ২৫ ফেব্রুয়ারি সকাল সোয়া ১১ টায়, গুয়াবাড়িয়া ইউনিয়নের মাউলতলায় একটি রাইচ মিলের সামনে ইট টানা খালি ট্রলি ও যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা দুর্ঘটনার আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলা মুলাদী হাসপাতালে নিয়ে যায়।
সেখান থেকে ভ্যান চালক ইউনুসকে বরিশাল নেয়ার পথে মারা যায়। নিহত ইউনুস রাড়ির বাড়ি মুলাদী উপজেলার তেরচর এলাকায়। আহত সায়েম ও আলমগীর মুলাদী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রলি এবং ভ্যান জব্দ করে হিজলা থানায় রাখা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল পাঠানো হবে।