প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৪৫
বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের বিসিজি স্টোশন কৈখালীর একটি টহলদল গত ২৪ ফেব্রুয়ারি আনুমানিক রাত ০৭.৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বেরীবাধ এলাকায় অভিযান পরিচালনা করে ২৪ পিস ইয়াবা ও ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করে।
জানা যায় আটককৃত ব্যাক্তি ব্যবসার পাশাপাশি নিজেও মাদক সেবন করে থাকে। তার নিজ স্বার্থ হাসিলের জন্য উক্ত মাদক দ্রব্য ক্ষুদ্র ক্ষুদ্র মাদক সেবনকারীর কাছে বিক্রয় করবে বলে স্বীকার করে যা এলাকার চারপাশের যুবসমাজকে ধীরে ধীরে অনেক বড় ক্ষতির দিকে ধাবিত করছে।
আটককৃত ব্যক্তির নামঃ আবু হুরাইরা(১৫), পিতাঃ মোঃ আনারুল কয়ার, গ্রামঃ কৈখালী, থানাঃ শ্যামনগর, জেলাঃ সাতক্ষীরা। পরবর্তীতে জব্দকৃত ইয়াবা ও আটককৃত মাদক ব্যবসায়ী কে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করেন কোস্ট গার্ড।
বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার ইমতিয়াজ আলম জানান, কোস্ট গার্ড পশ্চিম জোনের আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি ডাকাতি দমন, অবৈধ অনুপ্রবেশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।