প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৫৬
বরগুনা পৌরসভার দায়িত্ব গ্রহন করলেন নব নির্বাচিত মেয়র অ্যাড.কামরুল আহসান মহারাজ সেই সাথে নয়টি ওয়ার্ড কাউন্সিলর ও তিনটি সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলরগণ দায়িত্ব গ্রহন করেন।আজ বুধবার ২৪ ফেব্রুয়ারি, ২০২১ তারিখ বেলা ১১ টার দিকে বরগুনা পৌরসভার সম্মেলন কক্ষে ১০ম পৌর পরিষদের মেয়র অ্যাড. কামরুল আহাসান মহারাজ এর কাছে দায়িত্ব হস্তান্তর করেন, বরগুনা পৌরসভার সচিব মোঃ রফিকুল ইসলাম।
দায়িত্ব গ্রহন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা ১ আসনের সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আলহাজ্ব জাহাঙ্গীর কবির,
যুগ্ম সাধারণ সম্পাদক মোতালেব মৃধা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন শাবু, সদস্য মশিউর রহমান শিহাবসহ জেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সংবাদকর্মী ও পৌরসভার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
গত ৩০ জানুয়ারি বরগুনা পৌরসভা নির্বাচনে গণ মানুষের ভোটের জোয়ারে গা ভাসিয়ে এ পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন অ্যাড. কামরুল আহসান মহারাজ। এর আগে গত ২২ ফেব্রুয়ারী বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিভাগীয় কমিশনার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান।
যার মধ্য দিয়ে বুধবার (২৪ ফেব্রুয়ারী) পৌরসভার হল রুমে বেলা ১১ টার দিকে বরগুনা পৌরসভার দায়িত্ব গ্রহন করেন মেয়র ও কাউন্সিলরবৃন্দ।অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহাবুদ্দিন শাবু।