প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫০
গাজীপুরের কালিয়াকৈরে এক হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি কে গ্রেফতার করেছে থানা পুলিশ ।শনিবার দুপুরে কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ,
কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ী এলাকার আক্তার হোসেনের ছেলে শুভ (২৫) অপরজন হল নিশ্চিন্তপুর ইব্রাহিমের বাসার ভাড়াটিয়া আব্দুর রশিদ (২৫)।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবত মাদক দ্রব্য বিক্রয় করে আসছিল।
পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে নিশ্চিন্তুর এলাকায় ইব্রাহিমের বাসায় একটি কক্ষে মাদক দ্রব্য বিক্রয় করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় । এসময় তাদের নিকট থেকে ১০০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এই ঘটনায় কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।