প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২১, ১১:৩২
মিডল্যান্ড ব্যাংক লিঃ এবং ফ্লোরেন্স গ্রুপ এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরীত হয়েছে। ফ্লোরেন্স গ্রুপ দেশের অন্যতম প্রসিদ্ধ ১০০% রপ্তানীমুখী উচ্চমানের গার্মেন্টস পণ্য প্রস্তুুতকারক শিল্প প্রতিষ্ঠান।
ঢাকার গুলশানস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অদ্য ৩১ জানুয়ারী ২০২১ তারিখে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব মোঃ আহসান-উজ জামান এর উপস্থিতিতে মিডল্যান্ড ব্যাংক লিঃ এর হেড অব ইনস্টিটিউশনাল ব্যাংকিং ডিভিশন মোঃ জাভেদ তারেক খান এবং ফ্লোরেন্স গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক ল্যাফটেনেন্ট কমান্ডার (অবঃ) জোয়ার্দার মোহাম্মদ হোসনে কামার আলম স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
উক্ত সমঝোতা চুক্তির আওতায় ফ্লোরেন্স গ্রুপ তাদের দৈনন্দিন ব্যবসায়ীক ব্যাংকিং এবং নগদ লেনদেন কার্যক্রম দেশব্যাপী পরিচালনার জন্য মিডল্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট (এমসিএম) এ্যাপ্লিকেশন ব্যবহার করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংক লিঃ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহিদ হোসেন, ইনস্টিটিউশনাল ব্যাংকিং ডিভিশন, ইউনিট-২ এর রিলেশনশীপ ম্যানেজার মোঃ ওয়ালিউল্লাহ, কর্পোরেট লাইবিলিটি ইউনিটের রিলেশনশীপ ম্যানেজার প্রশান্ত কুমার সাহা।