প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২১, ২৩:৫৪
নওগাঁর মান্দায় বাস চাপায় আমজাদ হোসেন (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনার পর ঘাতক বাসটি আটক করেছে পুলিশ। থানা সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ফেরিঘাট পেট্রোল পাম্পের পাশে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত আমজাদ হোসেন উপজেলার মান্দা ইউনিয়নের শাহাপুর গ্রামের মো.ছবের আলীর ছেলে। রোববার সন্ধ্যায় কৃষক আমজাদ হোসেন নিজের ক্ষেত থেকে কাঁধে করে বেগুন নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের উত্তর পার্শ্ব থেকে দক্ষিন পার্শ্বে পার হচ্ছিলেন।
এসময় অপর দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নওগাঁর দিকে যাচ্ছিল। ফেরিঘাটের পূর্বপার্শ্বে কুসুম্বা ফিলিং স্টেশনের পাশে কৃষক আমজাদ হোসেনকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পরে উত্তেজিত স্থানীয় জনতা ঘাতক বাসটিকে আটক করে পুলিশে সংবাদ দেয়। এর পর পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুর রহমান দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ঘাতক বাসটিকে আটক করেছে স্থানীয়রা। তবে বাসের চালক ও ড্রাইভার পালিয়ে গেছে।
মহরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তিনি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ করা হয়নি। আইনআনুক প্রক্রিয়া শেষে মরহেটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।