প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২১, ১৮:২১
পার্বত্য খাগড়াছড়ি জেলাতে প্রথম ধাপে ১২হাজার ডোজ করোনা ভ্যাকসিন পৌঁছেছে। রোববার (৩১ জানুযারি) বিকেল ৪টায় গাজীপুরের টঙ্গীর বেক্সিমকো ফার্মার নিজস্ব ওয়্যার হাউস থেকে খাগড়াছড়ি সদর হাসপাতালের ইপিআই স্টোরে এসে পৌঁছায় এসব টিকা। খাগড়াছড়ি জেলায় প্রথম ধাপে ১২হাজার ডোজ করোনা ভ্যাকসিন এসেছে।
রোববার (৩১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে খাগড়াছড়ি ভ্যাকসিন পৌঁছেছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নূপুর কান্তি দাশ।খাগড়াছড়ি সিভিল সার্জন ডা:নুপুর কান্তি দাশ জানান,করোনা ভাইরাসের ভ্যাকসিনগুলো খাগড়াছড়ির ইপিআই সেন্টারে রাখা হবে। এক হাজার ২০০ ভায়ালে ১২ হাজার ডোজ করোনা ভ্যাকসিন রয়েছে।
প্রত্যেক ভায়ালে ১০ ডোজ করে। সরকার প্রদত্ত অগ্রাধিকার তালিকা অনুযায়ী করোনা ভ্যাকসিন দেওয়া হবে।তবে কবে নাগাদ ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে তা নির্ধারণ হয়নি।তিনি আরও জানান, প্রথম ধাপে আমরা ১২ হাজার ডোজ ভ্যাকসিন পাবে খাগড়াছড়ি বাসী।
এখন পর্যন্ত খাগড়াছড়িতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৮১৯ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৭৭২ জন। আর মারা গেছেন ছয়জন। গত বছরের ২৯ এপ্রিল খাগড়াছড়িতে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়।
এদিকে করোনার ভ্যাকসিন প্রয়োগের লক্ষ্যে খাগড়াছড়ি জেলা ও উপজেলার স্বাস্থ্যকর্মীদের দেওয়া হচ্ছে দুই দিনের প্রশিক্ষণ। অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করার মধ্য দিয়ে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে খাগড়াছড়ি জেলায় করোনা ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু করা হবে বলে জানান সিভিল সার্জন ডা. নূপুর কান্তি দাশ। সিভিল সার্জন।