প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২১, ২৩:৩৪
ঠাকুরগাঁও পৌরসভার ৭ নং ওয়ার্ডের দুইবারের নির্বাচিত কাউন্সিলর ও আসন্ন ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনের কাউন্সিলর পদপ্রার্থী ময়নুল ইসলাম (৫৫) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন। এবার তিনি উঠপাখি প্রতীক নিয়ে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দীতা করছিলেন।
শনিবার (৩০ জানুয়ারি) বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।নিহত ময়নুল ইসলাম ওই ওয়ার্ডের শাহপাড়া মহল্লাহর মৃত মনির উদ্দীনের ছেলে।এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের সহকারি রিটার্নিং অফিসার রেজাউল ইসলাম জানান,
নির্বাচন কমিশনকে মৃত্যুর খবরটি জানানো হয়েছে। পৌরসভার ওই ওয়ার্ডের কাউন্সিলর পদে ভোট বাতিল করা হয়েছে। পরবর্তীতে গণবিজ্ঞপ্তির মাধ্যমে পুনরায় কাউন্সিলর পদে ভোট অনুষ্ঠিত হবে।উল্লেখ্য, আগামী ১৪ই ফেব্রুয়ারি ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।